Home আইন-আদালত মালয়েশিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কোটা ভারু সেশন কোর্টে এক ১৮ বছর বয়সী তরুণ গত বছর এপ্রিল মাসে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিজের দোষ অস্বীকার করেছে। মামলাটি মঙ্গলবার (২৭ মে) আদালতে শুনানি হলে অভিযুক্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করেন।

এই মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৬(১) ধারায় রুজু করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি নির্ধারিত রয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক (১৭ বছর বয়সী) ছিলেন, সেক্ষেত্রে চাইল্ড অ্যাক্ট ২০০১-এর ৯১ নম্বর ধারা অনুযায়ী শাস্তি সীমিত হবে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আহমাদ ফাইজ ফিতরি মোহাম্মদ অভিযুক্তের জামিন ১৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নির্ধারণের প্রস্তাব দেন। অপরদিকে, অভিযুক্তের আইনজীবী ওয়ান নরফারহান লিয়ানার যুক্তি ছিল, অভিযুক্তের পরিবার দরিদ্র—তার পিতা-মাতা দৈনিক মজুরিতে কাজ করেন এবং উচ্চ জামিন অর্থনৈতিকভাবে তাদের পক্ষে বহন করা অসম্ভব।

আইনজীবী আরও জানান, অভিযুক্ত সম্প্রতি এসপিএম (Sijil Pelajaran Malaysia) পাশ করেছে এবং আগামী মাসে ম্যাট্রিকুলেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার কথা রয়েছে।

আদালতের বিচারক জুলকিফলি আবদুল্লাহ জামিনের পরিমাণ ৫ হাজার রিঙ্গিত নির্ধারণ করেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, অভিযুক্ত যেন মামলার সাক্ষীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা প্রভাব বিস্তার করতে না পারেন।

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ জুন ২০২৫

এ মামলাটি কুয়ালা ক্রাই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে সম্পর্ক সংক্রান্ত। তবে রাষ্ট্রপক্ষ এটিকে সম্মতির বাইরে সংঘটিত ধর্ষণ হিসেবে চিহ্নিত করেছে। মামলাটি এখন কিশোর অপরাধ সংক্রান্ত বিচারবিভাগের নজরে রয়েছে এবং অভিযুক্তের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সামাজিক অবস্থানের উপর এর প্রভাব নিয়ে আলোচনাও শুরু হয়েছে।


📌 শিশু ও কিশোর অপরাধ সংক্রান্ত আরও খবর জানতে নিয়মিত ভিজিট করুন: [বিজনেসটুডে২৪.কম]
📢 এই সংবাদের বিষয়ে আপনার মতামত দিন – কমেন্ট করুন নিচে!
📩 আপনার এলাকাবাসীর গুরুত্বপূর্ণ তথ্য বা অভিযোগ আমাদের পাঠাতে পারেন আমাদের বার্তায়।