Home সারাদেশ এক কিশোরীকে নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বের বলি এক কিশোর

এক কিশোরীকে নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বের বলি এক কিশোর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শেরপুর: মাত্র তেরো বছরের আব্দুর রহমানের জীবন থেমে গেল এক অযথা কিশোরী-দ্বন্দ্বের বলি হয়ে। নালিতাবাড়ীর বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ আর বেদনায় ভেঙে পড়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান বিকেলে বন্ধুদের সঙ্গে অটোরিকশায় করে ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে একজন খড়িয়াপাড়ার এক কিশোরীর প্রতি আকৃষ্ট ছিল। একই কিশোরীর প্রতি স্থানীয় রোকন নামের আরেক কিশোরও আগ্রহী ছিল। কিশোর বয়সের আবেগী এই ভালো লাগা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে।

রোকন তার সহযোগী ফয়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমান ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। লাঠিসোটা আর বেপরোয়া ঘুষিতে মারাত্মক আহত হয় আব্দুর রহমানসহ আরও দুজন। প্রথমে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে আব্দুর রহমানকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। অবশেষে সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা নিরীহ কিশোরকে এভাবে প্রাণ দিতে হলো শুধু অন্যের বিরোধে। আমরা এর বিচার চাই।”

ওসি সোহেল রানা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে, পুলিশ ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

সামাজিক প্রশ্ন

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে—মাত্র এক কিশোরীকে কেন্দ্র করে কেন এমন প্রাণঘাতী সংঘাত তৈরি হলো? বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের মানসিক বিকাশ, সঠিক দিকনির্দেশনা ও সামাজিক বন্ধন দুর্বল হলে তারা সহজেই উত্তেজনা ও প্রতিশোধের ফাঁদে আটকা পড়ে। নালিতাবাড়ীর এই ঘটনা তার এক জ্বলন্ত উদাহরণ।

১৩ বছরের আব্দুর রহমানের মৃত্যু তাই কেবল একটি পরিবারের শোক নয়, বরং সমাজের জন্য সতর্কবার্তা—অযত্নে বেড়ে ওঠা কিশোরদের ভুল পথে চলা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।