Home শিক্ষা কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়

কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইনের আওতায় তাদের নিজ নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ে কুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক উত্তেজনাকর ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ১৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। একই দিন কুয়েট সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ২৫ ফেব্রুয়ারি প্রশাসন আবাসিক হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষার্থীরা হল খোলার দাবিতে ১৩ এপ্রিল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

১৪ এপ্রিল সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন এবং ২১ এপ্রিল থেকে আমরণ অনশনে যান।

৫৮ ঘণ্টার টানা অনশনের পর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান। এরপরই সরকারের পক্ষ থেকে ভিসি ও প্রো-ভিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।