বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্কহার কমিয়ে এনেছে ২০ শতাংশে। কয়েক দফা আলোচনার পর অবশেষে ওয়াশিংটন সময় বৃহস্পতিবার এবং বাংলাদেশ সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা আসে।
শুল্ক কমানোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে পূর্বের তুলনায় ১৭ শতাংশ কম শুল্ক আরোপের ফলে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকারে বড় অগ্রগতি হলো। আলোচক দল তাদের ব্যতিক্রমী কৌশল ও অটল প্রতিশ্রুতির মাধ্যমে এ সফলতা অর্জন করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ আলোচনার সূচনা হয় এবং কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সমঝোতায় পৌঁছায় বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও সুসংহত করেছে। এটি নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে, দ্রুততর প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে এবং টেকসই সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে।”
তিনি এটিকে বাংলাদেশের সাহসী কল্পনার বাস্তব প্রতিফলন হিসেবে বর্ণনা করে বলেন, এখন দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল।