বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি সেনন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। কাজের দিক থেকে এক সময় সমালোচিত হলেও আজ তিনি বারবার অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন এবং নিজের অবস্থান শক্ত করেছেন। এবার ব্যক্তিগত জীবনেও সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এলেন কৃতি।
রবিবার সকালে তিনি সামাজিক মাধ্যমে নিজের নতুন উল্কির ছবি ভাগ করে নেন। গোড়ালির কাছে করানো উল্কিতে উড়ে যাওয়া একটি পাখির ছবি ফুটে উঠেছে। উল্কির সঙ্গে কৃতি লিখেছেন, “কোনও দিন ভাবিনি আমি এটা করব। তবে আগে থেকে কিছুই বলা যায় না। তাই এই উল্কিটা করিয়ে ফেললাম।”
উড়ন্ত পাখি কেন বেছে নিলেন, সে প্রসঙ্গেও খোলাখুলি লিখেছেন অভিনেত্রী—“এটাই মনে করিয়ে দেবে আমি আরও উপরে উড়তে পারি। সূর্যোদয় পর্যন্ত উড়তে শেখাবে এই পাখি আমাকে। যাঁরা স্বপ্ন দেখেন, তাঁরা যেন এমনই ডানা খুঁজে পান। ভয় ভুলে যদি নিজস্ব ছন্দ খুঁজে পাওয়া যায়, তবে সহজেই উড়া সম্ভব।”
কৃতির অনুরাগীরা বলছেন, একসময় সূচ ফোটাতে ভয় পাওয়া অভিনেত্রীর এই সাহসী উল্কি আসলে জীবনের প্রতীকী বার্তা—ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার শক্তি।
অন্যদিকে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জোর চর্চা চলছে। গুঞ্জন শোনা যাচ্ছে, প্রেমিক কবীর বহিয়ার সঙ্গে সম্পর্ক খুব শীঘ্রই বিয়ের দিকে এগোতে পারে। যদিও কৃতি প্রকাশ্যে এখনো কিছু স্বীকার করেননি।
উল্লেখ্য, কৃতি সেননকে সর্বশেষ দেখা গেছে ‘দো পত্তি’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ এবং ‘ক্রু’ ছবিতে, যেগুলো গত বছর মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিল।










