বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরির ঘটনায় মূলহোতা ইউনূস শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইউনূস শেখ উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে।
রবিবার (১৭ আগস্ট) ভোর রাতে রূপসা কৃষি ব্যাংক ভবন থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইউনূসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভল্ট ভেঙে টাকা চুরির কথা স্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত লুট হওয়া পুরো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
ভাড়া বাসা ও ওয়ার্কশপে ছিলেন ইউনূস
গ্রেপ্তার ইউনূস কৃষি ব্যাংক ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন এবং ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ ছিল। তিনি পেশায় একজন লেদ মিস্ত্রি এবং ট্রাকের যন্ত্রাংশ নিয়ে কাজ করতেন। লোহা কাটার দক্ষতাকেই কাজে লাগিয়ে তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।
ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় সুযোগ কাজে লাগিয়ে টাকা নিয়ে পালান। পরে চুরি করা টাকার কিছু অংশ দিয়ে নিজের ঋণ পরিশোধও করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
নিরাপত্তা প্রহরীরা হেফাজতে
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় যেকোনো সময় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হতে পারে।
মামলার অগ্রগতি ও তদন্ত কমিটি
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, কৃষি ব্যাংক পূর্ব রূপসা ঘাট শাখার ৬টি তালা ও ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তথ্য উদঘাটন ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
এদিকে, ব্যাংক লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার (১৮ আগস্ট) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগীয় অফিসের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট (শুক্রবার) রাতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী মেইন গেটের তালা ভাঙা অবস্থায় দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে ক্যাশিয়ার লেজার মিলিয়ে দেখতে পান ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।