২ জনের মৃত্যু, ৪ জন নিখোঁজ
শিপিং ডেস্ক: দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল (Scarborough Shoal) এলাকায় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে । ‘ডেভন বে’ (Devon Bay) নামের এই আকরিক লোহা বোঝাই জাহাজটি শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখন পর্যন্ত ২ জন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

২০১৩ সালে নির্মিত এবং সিঙ্গাপুরে নিবন্ধিত জাহাজটি ২১ জন ফিলিপিনো ক্রু নিয়ে চীনের ইয়াংজিয়াং (Yangjiang) বন্দরের দিকে যাচ্ছিল। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ (MPA) জানিয়েছে, শুক্রবার ভোর রাত দেড়টার দিকে জাহাজটি বিপদে পড়ার সংকেত পাঠায়। ওই সময় জাহাজটি প্রায় ২৫ ডিগ্রি একদিকে হেলে গিয়েছিল। ফিলিপাইনের পাঙ্গাসিনান প্রদেশ থেকে ১৪১ নটিক্যাল মাইল পশ্চিমে এটি সর্বশেষ অবস্থান করছিল।











