Home আন্তর্জাতিক পাঞ্জাবে পবিত্র কোরআনের আয়াতযুক্ত কাগজে পণ্য প্যাকিং নিষিদ্ধ

পাঞ্জাবে পবিত্র কোরআনের আয়াতযুক্ত কাগজে পণ্য প্যাকিং নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব সরকার মঙ্গলবার পবিত্র কোরআনের আয়াতসম্বলিত কাগজ বা সংবাদপত্র দিয়ে পণ্য প্যাকেজিং নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তটি ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার লক্ষ্যে এবং জনশান্তি বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

পাঞ্জাব হোম ডিপার্টমেন্ট একটি চিঠি জারি করে জানিয়েছে যে, কোরআনের আয়াতসম্বলিত কাগজ বা সংবাদপত্র দিয়ে পণ্য প্যাকেজিং বা সংরক্ষণ করা যাবে না। এই আদেশটি ১৮৯৮ সালের দণ্ডবিধির ধারা ১৪৪ অনুযায়ী কার্যকর হয়েছে এবং আগামী ৯০ দিন, অর্থাৎ ১২ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত, পুরো প্রদেশে এটি কার্যকর থাকবে।

হোম সেক্রেটারি স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে যে, দৈনন্দিন বাণিজ্যিক কার্যক্রমে ধর্মীয় গ্রন্থের অপব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, যা জনশান্তির জন্য ক্ষতিকর হতে পারে।

পাঞ্জাব পুলিশ, ডিভিশনাল কমিশনার এবং ডেপুটি কমিশনারদের এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সরকারি গেজেট, সংবাদপত্র এবং সম্প্রচার মাধ্যমের মাধ্যমে এই আদেশ ব্যাপকভাবে প্রচার করার জন্য বলা হয়েছে।