Home আন্তর্জাতিক রোনালদোর অনন্য কীর্তি: ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ

রোনালদোর অনন্য কীর্তি: ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ

ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক: ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি অবিস্মরণীয় মাইলফলক ছুঁয়ে ফেললেন। প্রথম ফুটবলার হিসেবে তিনি ক্যারিয়ারে ৯৫০ গোলের গৌরবময় কীর্তি স্থাপন করেছেন। গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে এই বিশ্বরেকর্ডটি গড়েন তিনি। এই অসাধারণ অর্জন তাকে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের অবিশ্বাস্য লক্ষ্য থেকে মাত্র ৫০ গোলের দূরত্বে নিয়ে এসেছে।

আল হাজমের বিপক্ষে ম্যাচে রোনালদো অবশ্য এর আগে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে হতাশায় ভুগছিলেন। তবে ম্যাচের ৮৮তম মিনিটে তিনি অবশেষে জালের ঠিকানা খুঁজে পান। তার এই গোলেই আল নাসর ২-০ গোলের জয় নিশ্চিত করে। চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ষষ্ঠ গোল এবং সব মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৭টি গোল। উল্লেখ্য, ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে পর্তুগিজ এই মহাতারকা ১০০টিরও বেশি গোল করেছেন।

রোনালদোর এই মাইলফলক স্পর্শের ঠিক পরপরই, লিওনেল মেসিও তার ক্যারিয়ারে আরও একটি রেকর্ড গড়েছেন। আর্জেন্টাইন মহাতারকা গতকাল সকালে দ্রুততম খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ারের ৮৯০তম গোলটি পূর্ণ করেছেন। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি তার মোট গোলসংখ্যা ৮৯১-এ নিয়ে গেছেন।

লা লিগা থেকে শুরু হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির এই ঐতিহাসিক দ্বৈরথ দেড় দশক পেরিয়েও আজও অব্যাহত। যদিও তাদের দুজনের ক্যারিয়ার এখন শেষের দুয়ারে, তবে তারা কোথায় থামবেন তার একটি আভাস পাওয়া যাচ্ছে। মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন বলে জানা গেছে, আর রোনালদো ২০২৭ সাল পর্যন্ত আল নাসরেই খেলবেন। ফলে এটি নিশ্চিত যে, ফুটবলপ্রেমীরা এই দুই মহাতারকার ব্যক্তিগত দ্বৈরথ অন্তত আরও দেড় বছর উপভোগ করতে পারবেন। কে প্রথমে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এবং কে কত গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেন, তা দেখার জন্য ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে।