গভীর উদ্বেগ জাতিসংঘে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তেল আবিবভিত্তিক একাধিক ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে ইরান অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের ছয়টি স্থানে—তেল আবিব, হাইফা, বিয়ার সেভা, গশ দান অঞ্চল, নেগেব মরুভূমি ও নাকাব এলাকায়।
প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ভারী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষ করে হাইফায় একাধিক ভবন, বাণিজ্যিক কেন্দ্র ও যানবাহনে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ইরানের এই হামলার প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ইসরায়েল বেআইনিভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে যুদ্ধের উসকানি দিয়েছে। এটি শুধুমাত্র জেনেভা কনভেনশনের লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকারের মারাত্মক অবমাননা।’’
তিনি আরও জানান, ১৫ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক বৈঠক নির্ধারিত ছিল। তার আগেই ইসরায়েলের হামলা কার্যত কূটনীতির ওপর ‘বিশ্বাসঘাতকতা’ বলেই উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল দাবি করে, তারা ইরানে স্থাপিত কিছু ‘গোপন’ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা তেহরান অস্বীকার করেছে। ইরান পাল্টা হামলায় ‘মোসাদ এজেন্ট’ গ্রেপ্তারের কথাও জানিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে এই উত্তেজনা নতুন করে সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলেছে। ইরান দাবি করেছে, তারা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, অন্যদিকে ইসরায়েল বলছে, এই হামলা সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।