Home First Lead লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কাতার থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাতে অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার জন্য কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

খালেদা জিয়ার যাত্রাপথ ও সঙ্গী প্রসঙ্গে মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, শুক্রবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ৬ জন চিকিৎসকসহ মোট ১৪ জন তার সঙ্গে যাবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, তার ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচলের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া কিডনি কার্যক্রম সচল রাখতে বুধবার বিকেলে তাকে ডায়ালাইসিস করা হয়েছে। ইতিমধ্যে চীন ও যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল তাকে পর্যবেক্ষণ করেছে।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।