বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি আপাতত ঢাকায় আসছে না। মঙ্গলবার তার পূর্বনির্ধারিত বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে।
সিভিল এভিয়েশনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, জার্মানিভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপ’ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে তাদের পূর্বনির্ধারিত ফ্লাইট স্লট বা অনুমোদন প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ফলে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আর ঢাকায় অবতরণ করছে না।
এর আগে, কাতার সরকারের সৌজন্যে ভাড়া করা ওই সংস্থার এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি নিয়েছিল। তবে স্লট বাতিলের আবেদনের কারণে আপাতত এই সময়সূচি কার্যকর হচ্ছে না।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বেগম জিয়ার জন্য যে বিমানটি ভাড়া করা হয়েছিল সেটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (Bombardier Challenger 604) মডেলের একটি বিজনেস জেট। জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে পরিচালিত এই বিমানটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন বা রোগী স্থানান্তরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ঢাকা থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা রয়েছে এই জেটটির।
কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হলেও, এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল জটিলতায় তার যাত্রা আপাতত বিলম্বিত হলো। পরবর্তী যাত্রার তারিখ বা সময়সূচি সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।










