বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি,ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন আজ বুধবার সম্পন্ন হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর বেলা ২টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।
জানাজার সূচি ও ইমামতি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করবেন। জানাজা কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা ও বিধিনিষেধ
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কারণে দাফনস্থলে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিবর্গ দাফন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করতে অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী অবস্থান করবে।
বিটিভিতে সরাসরি সম্প্রচার
মরদেহ আজ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বোচ্চ নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। পুরো জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।
শোক বই ও শ্রদ্ধা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় সংসদ, বাংলাদেশের দূতাবাসসমূহ এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।










