Home First Lead মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অশ্রুসিক্ত জনস্রোত

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অশ্রুসিক্ত জনস্রোত

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শীতের সকালের কুয়াশা ছাপিয়ে আজ রাজধানী ঢাকার আকাশ যেন শোকের চাদরে ঢাকা। দীর্ঘ লড়াই, ত্যাগ আর আপসহীন এক জীবনের অবসান ঘটিয়ে আজ চিরবিদায় নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একবার দেখার জন্য আজ মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায়।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে এক বিশাল শোকের প্রান্তরে। দেশের নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ আর নেতাকর্মীদের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় জনসমুদ্রে রূপ নেয়।

মানুষের এই বাঁধভাঙা আবেগ সামাল দিতে এবং জানাজার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকাল সোয়া ১০টার পর খুলে দেওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ। মুহূর্তেই লাখো মানুষ শোকাতুর হৃদয়ে প্রবেশ করেন জানাজার নির্ধারিত মাঠে। “বাড়িতে মন টিকল না। নিজের সামান্য সামর্থ্যে ছুটে এসেছি আমার নেত্রীকে শেষ দেখা দেখতে। জানি না আর কখনো এমন মমতাময়ী মা পাব কি না।” বললেন, রায়পুরা থেকে আসা এক শোকার্ত সমর্থক।

জানাজায় অংশ নিতে আসা মানুষের কণ্ঠে ছিল প্রিয় নেত্রীর সাহসিকতা আর দেশপ্রেমের গল্প। চট্টগ্রাম থেকে আসা হাসান আহমেদ ও আবুল হাসেম অশ্রুভেজা চোখে বলেন, “দেশপ্রেমিক এই সাহসী নেত্রীর শূন্যতা কোনোদিন পূরণ হবে না। আমরা এসেছি আমাদের শ্রদ্ধা জানাতে, আমাদের ভালোবাসা জানাতে।”

মাঠের প্রতিটি কোণায় আজ কান্নার শব্দ। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউবা নীরবে দাঁড়িয়ে মুছে নিচ্ছেন চোখের জল। সবার অপেক্ষা দুপুর ২টার, যখন অনুষ্ঠিত হবে জীবনের শেষ জানাজা।

বেগম খালেদা জিয়ার শেষ বিদায় যেন মর্যাদাপূর্ণ এবং নির্বিঘ্ন হয়, সে লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগেই জানানো হয়েছে জানাজার সব আয়োজনের কথা।

এদিকে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি। এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকা পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মানুষের আবেগ ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা।

শেষ বিদায়ের প্রহর: আর মাত্র কিছু সময়। এরপরই চিরনিদ্রায় শায়িত হবেন এই মহিয়সী নারী। যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়েছেন, আপস করেননি অন্যায়ের সাথে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই জনস্রোত আজ শুধু এক রাজনৈতিক নেত্রীর জানাজা নয়, বরং এক জননীসম নেত্রীর প্রতি কোটি মানুষের ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ।