Home জাতীয় বেগম জিয়ার মৃত্যু জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে: বিসিএমএ

বেগম জিয়ার মৃত্যু জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে: বিসিএমএ

 বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)।
বুধবার (৩১ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই সমবেদনা জানানো হয়।

বিসিএমএ-এর সভাপতি  মো. আমিরুল হক স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুতে দেশ এক অবিসংবাদিত নেতাকে হারালো।

বিসিএমএ-র বিবৃতিতে বেগম খালেদা জিয়াকে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে বলা হয়, তাঁর মৃত্যুতে জাতি ও গণতন্ত্রের জন্য এক ‘অপূরণীয় ক্ষতি’ হলো।  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করে সংগঠনটি জানায়, বেগম জিয়ার নেতৃত্ব জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নে এক নতুন দিগন্তের সূচনা করেছিল।  বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক অংশীদারিত্বের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার প্রশংসা করা হয় শোকবার্তায়।

বিসিএমএ-এর বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করা হয়।