Home Third Lead আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে যমুনা ঘেরাও: গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে যমুনা ঘেরাও: গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং এখনও সেই ঘটনার বিচার শুরু হয়নি। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণহত্যার বিচার দ্রুত শুরু না হলে প্রয়োজনে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”

শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত “জুলাই-আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি”-সংবলিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে গুম, খুন ও নিপীড়নের মাধ্যমে দেশে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল। সর্বশেষ ক্ষমতা ধরে রাখতে তারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। ছাত্র-জনতার প্রতিরোধে তাদের অনেকেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। এখন তাদের রাজনীতি মৃতপ্রায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে বহুবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতির গুণগত মানের উন্নয়ন হয়নি। গত জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই পরিবর্তনের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”

আবু হানিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, গণঅধিকার পরিষদ একটি ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে জনগণই হবে প্রকৃত ক্ষমতার মালিক। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, “গণঅধিকার পরিষদের পাশে দাঁড়ান—সত্য, ন্যায় ও জনগণের অধিকার রক্ষার জন্য।”