
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: দেশে বাসা-বাড়িতে আর কোনোদিনও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, “বাসা-বাড়িতে গ্যাস আর কোনোদিন দেওয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাসের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এখন আমরা বিদেশ থেকে প্রতি ইউনিট গ্যাস ৬০-৬৫ টাকা দরে আমদানি করছি। এই ব্যয় বহন করে কোনো অবস্থাতেই গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “এখন থেকে সবাইকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হতে হবে। পাইপলাইনের গ্যাস শুধুমাত্র শিল্পকারখানায় দেওয়া হবে, গৃহস্থালি খাতে নয়।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের গ্যাসের ঘাটতি ও আমদানি ব্যয়ের চাপ বিবেচনায় এই ঘোষণা বাস্তবতার প্রতিফলন হলেও, এটি সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা হয়ে আসবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষকে এখন সিলিন্ডার গ্যাসের বাড়তি খরচ সামলাতে হবে।