বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে অভিযান চালানোর সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার বীরপুর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর ফেরার পথে আরশিনগর মোড়ে পৌঁছালে কয়েকজন ব্যক্তিকে যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলতে দেখেন তারা। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে।
এর কিছুক্ষণ পর ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল ঘটনাস্থলে গিয়ে আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারে। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আমি বীরপুর থেকে ফেরার পথে দেখি কয়েকজন সড়কের মাঝখানে চাঁদা তুলছে। দুজনকে আটক করার পর মুহূর্তের মধ্যে ৩০-৪০ জনের দল আমার ওপর হামলা চালায়। তারা কিল, ঘুষি ও লাথি মেরে আমাকে ফেলে দেয় এবং আটক দুইজনকে ছিনিয়ে নেয়।”
অন্যদিকে, নরসিংদী পৌরসভার সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেন, “আমি পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নিয়েছি। নিয়ম অনুযায়ী টাকা তোলা হচ্ছিল। পুলিশ বারবার বাধা দিচ্ছে। আজও তারা আমাদের লোকজনকে আটক করছিল। ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও পুলিশের ওপর হামলার খবর মিথ্যা।”
উল্লেখ্য, কয়েক দিন আগে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নরসিংদীর সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং নিজের ওপর হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেন।