বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা ওবায়দুল ইসলাম ওরফে হৃদয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় দেবিদ্বার পৌর এলাকার গুনাইঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকও ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর থেকে হৃদয় স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের কাছে নিয়মিত দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে অপহরণ ও হত্যার হুমকি দিতেন। পরে মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী বাধ্য হয়ে তা পরিশোধ করেন।
ভুক্তভোগী আমির হোসেন দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন। তিনি জানান, চাঁদা দিতে না পারায় ওবায়দুল বারবার মুঠোফোনে হুমকি পাঠাতেন এবং বাড়িতে এসে রাত-দিনে দরজা ও জানালায় প্রহার ও গালমন্দ করে আতঙ্ক সৃষ্টি করতেন। ভয় পেয়ে তার স্কুলপড়ুয়া মেয়ে পর্যন্ত স্কুলে যেতে বাধ্য হয়নি।
ভুক্তভোগী আমির হোসেন জানান, তিনি সামান্য আয়ের মানুষ, তাই এত বড় চাঁদা দেওয়ার সামর্থ্য নেই। পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি বিএনপি উত্তর জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজভিউল আহসান মুন্সীকে বিষয়টি জানান। রিজভিউল আহসান তার পরামর্শে থানায় অভিযোগ দাখিল করেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তদন্তের পর মুঠোফোনে পাঠানো বার্তা ও বিকাশে পাঠানো টাকা সম্পর্কিত স্ক্রিনশট যাচাই-বাছাই করে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হৃদয় পুলিশকে জানিয়েছেন, তিনি এ ঘটনায় জড়িত নন এবং তাকে ফাঁসানো হয়েছে। চাঁদা দাবির বিষয়টি তিনি ‘ফান বা দুষ্টুমি’ হিসেবে বর্ণনা করেছেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন এবং দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিএনপি নেতা রিজভিউল আহসান মুন্সী বলেন, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। তিনি আরও জানিয়েছেন, যেই ব্যক্তি বা দলেরই হোক, যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।