Home বিনোদন প্রিয় নায়িকা শাবনূরকে দেখা যাবে আবারও বড় পর্দায়?

প্রিয় নায়িকা শাবনূরকে দেখা যাবে আবারও বড় পর্দায়?

চিত্রনায়িকা শাবনূর

বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল চিত্রনায়িকা শাবনূর। মিষ্টি হাসি, সাবলীল অভিনয় ও বৈচিত্র্যময় চরিত্রে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দ্রুতই। সময়ের ব্যবধানে অভিনয়ের বাইরের জীবন বেছে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী হয়েছেন অনেক আগেই।

তবে শাবনূরের অভিনয়ের প্রতি ভালোবাসা কখনোই ফিকে হয়নি। মাঝে মাঝেই নতুন করে সিনেমায় ফেরার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ বিরতির পর গেল বছর এপ্রিলে সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ নেয়। ‘রঙ্গনা’ নামে একটি নতুন চলচ্চিত্রের মাধ্যমে বহুদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

২০২৩ সালের মে মাসে ‘রঙ্গনা’ সিনেমার অর্ধেকের বেশি দৃশ্যধারণ শেষ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। তখনই জানানো হয়েছিল, সিনেমার বাকি অংশের শুটিং চলতি বছরের (২০২৪) ৮ আগস্ট শুরু হবে। কিন্তু দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির টানাপোড়েন, পাশাপাশি কিছু ব্যক্তিগত জটিলতায় শাবনূর আর দেশে ফিরতে পারেননি।

পরবর্তীতে জানা যায়, নায়িকার সম্মানী নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। নির্মাতা আরাফাতের ভাষ্যমতে, নতুন শিডিউল পাওয়া যায়নি শাবনূরের কাছ থেকে। সে সময় শাবনূরের পক্ষ থেকে দাবি ওঠে, নির্মাতা তার দেওয়া প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করেননি। এমন পরিস্থিতিতে গুঞ্জন ছড়ায়, হয়তো সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা।

তবে শাবনূর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানান, ‘রঙ্গনা’ থেকে তিনি সরে দাঁড়াননি, বরং ছবির কাজ তিনি শেষ করতে চান। এ বিষয়ে সিনেমার পরিচালক আরাফাত বলেন, “কিছু লোক ভুলভাবে বলছে, ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি মিথ্যে। শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা পরিকল্পনা করছি, সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের নভেম্বরেই শুটিং আবার শুরু করব।”

বলা যায়, ‘রঙ্গনা’ চলচ্চিত্রটি শাবনূরের নতুন করে ফিরে আসার প্রতীক হয়ে উঠেছে। তবে দর্শকরা এখন অপেক্ষায়—নভেম্বরে সত্যিই শুটিং শুরু হয় কি না এবং প্রিয় নায়িকাকে আবার বড় পর্দায় দেখা যায় কি না।