বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে সুরমা আক্তার নামে এক তরুণীর প্রেমের টানে চীনের নাগরিক ওয়াং তাও বাংলাদেশে এসে বিয়ে সম্পন্ন করার পথে রয়েছেন। রবিবার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। চীনের হোয়ানান প্রদেশের ইচাং চাও এর ছেলে ওয়াং তাও সর্বশেষ শুক্রবার রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সুরমার পরিবারের সদস্যরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
সুরমা ও ওয়াং তাও’র পরিচয় হয়েছিল দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামে একটি অ্যাপসের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির ভিত্তিতে বিয়ে সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর সুরমার বাড়িতে স্থানীয়দের ভিড় জমে, যারা এক নজর চীনা যুবককে দেখতে আসেন।
সুরমা আক্তারের মা নুরেনা বলেন, “আমরা চাই আমাদের মেয়ের ভালোবাসা পূর্ণতা পাক। ওয়াং তাও কোনো ধর্ম বিশ্বাস করেন না। মেয়েকে বিয়ে করতে হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণও করতে রাজি।”
নাসিরনগর থানার ওসি মাকছুদ আহম্মাদ জানান, চীনা যুবকের নাসিরনগরে আসার খবর পেয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করতে ফোর্স পাঠানো হয়েছে। কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি যে তিনি চীনের নাগরিক। আমরা শুনেছি রবিবার আদালতে তাদের বিয়ে হবে।”
তবে স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পূর্বের কিছু ঘটনার প্রেক্ষিতে বিদেশি নাগরিকদের বাংলাদেশে বিয়ে বা পরিচয়ের মাধ্যমে নারী পাচারের চেষ্টা হওয়ার ঘটনা ঘটেছে। তাই এই ধরনের ঘটনায় সতর্ক থাকা জরুরি।
নাসিরনগরের স্থানীয়রা বলেন, “এটি স্বাভাবিকভাবে একটি রোমান্টিক ঘটনা, তবে আমাদের উচিত প্রশাসনের পরামর্শ মেনে সচেতন থাকা।”
প্রসঙ্গত, প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আদালতের সময় পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। স্থানীয় ও জাতীয় স্তরে বিষয়টি মনিটরিং করার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।










