Home জাতীয় দগ্ধদের সহায়তায় চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

দগ্ধদের সহায়তায় চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

ছবি: এআই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হওয়া শিশু ও কিশোরদের চিকিৎসায় সহায়তা দিতে চীনের জরুরি চিকিৎসক দল ঢাকায় পৌঁছাচ্ছে। বৃহস্পতিবার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন ও প্লাস্টিক সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে। দলটি ঢাকায় পৌঁছেই সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন এবং দগ্ধ রোগীদের অবস্থার মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন।

এই দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্রী আফিয়া উম্মে মরিয়মসহ আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়ে এখন চিকিৎসাধীন। তাদের জীবন বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক নজরদারি। চীনের চিকিৎসা দলের আগমন তাই নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আশার আলো।

এর আগে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশনে অংশ নেন। সেখানে বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র রোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

উভয় দেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সে দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের অবস্থা নিয়ে বিশ্লেষণ করেন এবং রোগীদের জন্য একটি যৌথ চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করেন। এই আন্তর্জাতিক উদ্যোগকে ‘দ্রুততম মানবিক সহায়তা’ হিসেবে উল্লেখ করেছেন বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক।

চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের মানুষের দুর্দিনে চীন সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। আফিয়া ও অন্যান্য আহত শিশুদের জন্য আমরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত।”

এই সহযোগিতা কূটনৈতিক সম্পর্কের বাইরেও দুই দেশের মানবিক বন্ধনের প্রতিফলন—বলছেন বিশ্লেষকেরা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানাচ্ছেন, আফিয়া ও তামান্না এখনও সংকটাপন্ন। তাদের শ্বাসনালী ও কিডনি জটিলতায় ভুগছে। এখন প্রয়োজন আন্তর্জাতিক মানের নিবিড় পরিচর্যা।

দগ্ধ শিশুদের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া-মাহফিল ও সমবেদনার ঢল দেখা যাচ্ছে। এমন সময় চীনা চিকিৎসা দলের আগমন যেন এক সাহস ও সহানুভূতির বার্তা।