বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই মিছিল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর পর্যন্ত যায়। মিছিল চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন—‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন। তাদের উপস্থিতিতে মিছিলটি আরও বেগবান হয়।
এর মধ্য দিয়ে ছাত্রদল স্পষ্টভাবে জানিয়েছে, তারা জাকসু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসন হিসেবে দেখছে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।