আত্মপ্রকাশ ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকাই সিনেমার প্রখ্যাত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলের স্লোগান—‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দলের নাম, স্লোগান ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হিসেবে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণজাগরণ—এই চারটি চেতনার ভিত্তিতেই গঠিত হয়েছে জনতা পার্টি বাংলাদেশ।” তিনি বলেন, “আমরা চাই বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ দূর করে জনগণের ইনসাফ ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে।”
ইলিয়াস কাঞ্চন বলেন, “৩২ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছি, কোনো সরকারই সহযোগিতা করেনি। এবার দেশের জন্য সততার সঙ্গে রাজনীতিতে কাজ করতে চাই।”
দলটির মূল দর্শন ভিত্তি করে ঘোষিত হয়েছে ১৮ দফা কর্মসূচি, যার মধ্যে রয়েছে স্বচ্ছতা, গণতন্ত্র চর্চা, তরুণ-প্রবীণ-প্রবাসীদের একত্র করে দেশ গঠনের পরিকল্পনা।
নাম সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, “নিবন্ধনের আগে এসব অভিযোগের বাস্তবতা নেই। নির্বাচন কমিশনই ঠিক করবে কে নিবন্ধন পাবে।”
দলের মুখপাত্র ও নির্বাহী চেয়ারম্যান হিসেবে রয়েছেন গোলাম সারোয়ার মিলন। এছাড়া বিশিষ্ট নাগরিক ও রাজনীতিকদের নিয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ আবদুল করীম, মুসলিম লীগের চেয়ারম্যান মহসিন রশীদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবিএম খন্দকার গোলাম মূর্তজা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিন, নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন, বিকল্পধারা বাংলাদেশের একাংশের মহাসচিব শাহ আহমেদে বাদল, গণআজাদী লীগের একাংশের সভাপতি আতাউল্লাহ খান, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, খেলাফত আন্দোলনের যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন, আমজনতা দলের দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিম উল্লাহ, শহীদ আসাদের ভাই আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর, ব্যবসায়ী কামরুজ্জামান কায়সার, লন্ডন প্রবাসী শেখ মহিউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।