বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত প্রাণী ‘জনাথন’
বিজনেসটুডে২৪ ডেস্ক: প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর ইতিহাসের নীরব প্রহরী হয়ে বেঁচে আছে এক কচ্ছপ। তার নাম জনাথন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থল প্রাণী হিসেবে এই বিশাল আলডাব্রা জায়ান্ট কচ্ছপ এখন এক অনন্য বিস্ময়। ১৮৩০–এর দশকের শুরুতে জন্ম নেওয়া জনাথনের বয়স ২০২৫ সালে আনুমানিক ১৯২ থেকে ১৯৩ বছর। বিশেষজ্ঞদের ধারণা, নথিতে উল্লেখিত বয়সের চেয়েও সে আরও পুরনো হতে পারে।
প্রায় দুই শতাব্দীর পরিবর্তনের সাক্ষী
জনাথনের জন্ম এমন এক সময়ে, যখন পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। তখনও টেলিফোন আবিষ্কার হয়নি, বিদ্যুতের ব্যবহার শুরু হয়নি, গাড়ি ছিল না, আর আকাশে উড়োজাহাজের কল্পনাও মানবজাতির কাছে দূরবর্তী। শিল্পবিপ্লবের চাকা তখন ঘুরতে শুরু করেছে, ইউরোপ ও আমেরিকায় স্টিম ইঞ্জিনের বিস্তার মানবসভ্যতার গতি পাল্টে দিচ্ছে। সেই সময়ের পৃথিবী থেকে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ স্টেশন, ডিজিটাল প্রযুক্তির যুগ পর্যন্ত জনাথন বেঁচে আছে অবিচলভাবে।
ভিক্টোরিয়ান যুগ, দুই বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যের উত্থান–পতন, চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব, ইন্টারনেটের জন্ম—এই সমস্ত পরিবর্তন জনাথন নীরবে পেরিয়ে এসেছে। প্রাণিজগতেও এমন দীর্ঘ জীবন অত্যন্ত বিরল।
সেন্ট হেলেনার শান্ত আবাস
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট দ্বীপ সেন্ট হেলেনায় জনাথন বর্তমানে শান্তিপূর্ণ জীবন কাটায়। দ্বীপটির গভর্নরের সরকারি বাসভবন প্ল্যান্টেশন হাউসের সবুজ বাগানই তার স্থায়ী আবাস। সেখানে আরও কয়েকটি কচ্ছপ আছে, তবে বয়সের হিসেবে কেউই তার সমকক্ষ নয়।
বয়সজনিত কারণে তার দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি কমে গেছে। তবুও প্রতিদিনের খাবার তাকে প্রাণবন্ত রাখে। গাজর, বাঁধাকপি, শসা, ফলমূল, সবকিছু মিশিয়ে বিশেষ খাদ্যতালিকা তৈরি করা হয়। দ্বীপের পশুচিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
স্বীকৃতি ও বৈজ্ঞানিক গুরুত্ব
২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অফিসিয়ালি তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থল প্রাণী হিসেবে ঘোষণা করে। কচ্ছপ প্রজাতির দীর্ঘায়ু সুপরিচিত হলেও দুই শতকের কাছাকাছি সময় ধরে বেঁচে থাকা অত্যন্ত বিরল। বিজ্ঞানীরা মনে করেন, জনাথনের জীবন প্রকৃতির সহনশীলতা ও প্রতিবেশগত স্থায়িত্ব বোঝার জন্য একটি মূল্যবান উদাহরণ।
প্রকৃতির নীরব বার্তাবাহক
জনাথন কেবল বয়সের কারণে নয়, তার অস্তিত্বের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির স্থায়িত্ববিষয়ক এক গভীর বার্তা। মানুষ, রাষ্ট্র, সভ্যতার রূপ বদল হয় বারবার; কিন্তু প্রকৃতির কিছু গল্প টিকে থাকে অনেক দূর পর্যন্ত। জনাথন সেই গল্পগুলোর এক জীবন্ত দলিল।
দ্বীপের মানুষ তাকে ভালোবেসে বলে জীবন্ত কিংবদন্তি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও তার নিস্তব্ধ চলার ভঙ্গি মনে করিয়ে দেয়—প্রকৃতির সঠিক যত্ন নিলে জীবন কীভাবে বিস্ময়করভাবে দীর্ঘ হতে পারে।










