বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা প্রত্যাশার তুলনায় অনেক দীর্ঘ হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্তও চূড়ান্ত ফল ঘোষণা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাশিদুল আলম বলেন, ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সময় বেশি লাগছে। এছাড়া কয়েকটি হলে ভোট শুরু হতে দেরি হয় এবং কিছু হলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ছিল। সবচেয়ে বড় দুটি হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলের দিকে ভোটারদের ভিড় বাড়ে। নিয়ম অনুযায়ী সবাইকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে সেসব কেন্দ্র থেকে ব্যালট বাক্স কমিশনে পৌঁছাতে রাত সাড়ে ৯টা বেজে যায়। ফলে ভোট গণনা শুরু হয় রাত ১০টার পর।
তিনি আরও জানান, হাতে গণনার পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় শুরুতে ধীরগতিতে কাজ চললেও পরে গতি বেড়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফল ঘোষণা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
নির্বাচনে কয়েকটি হলে অনানুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২১টির মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ীদের নাম জানা গেছে।
মীর মশাররফ হোসেন হল
ভিপি: স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব (১৯১ ভোট) – ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তন।
জিএস: শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট)।
এজিএস: আরাফাত (১৭৯ ভোট)।
শহীদ সালাম-বরকত হল
ভিপি: মারুফ (রসায়ন বিভাগ, ৪৯তম ব্যাচ)।
জিএস: মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল)
ভিপি: আসিফ মিয়া।
জিএস: মেহেদি হাসান।
এজিএস: নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
ভিপি: রাকিবুল ইসলাম।
জিএস: আলী আহমদ।
এজিএস: লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হল
ভিপি: জিএম রায়হান কবীর (দর্শন বিভাগ)।