Home First Lead জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

ফাইল ছবি

জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার চেয়ে এবং জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এ প্রতিবেদনকে ‘জুলাই রেভুলেশন–২০২৪’ নামে সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি মামলাটিকে চলমান মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, হাইকোর্ট জানতে চেয়েছেন কেন জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন তা ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও শিক্ষার জন্য সংরক্ষণ করা হবে না।

রুলের ওপর রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখ ছিল ৩ আগস্ট। তবে রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আদালত আজ রায় দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ফ্যাসিবাদী শাসন কায়েম রাখা এবং জুলাই–আগস্ট গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়। প্রাথমিক শুনানি শেষে গত ১৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের নির্দেশ দেওয়া হবে না।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে। এতে গুরুতর আহত ও অসংখ্য বিক্ষোভকারীর সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং এ মাসে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়।