Home জাতীয় আবরার মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস ঘোষণা

আবরার মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) এবং বিডিআর ম্যাসাকার দিবস (২৫ ফেব্রুয়ারি) — এই দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী বছর থেকেই দিন দু’টি রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আরও উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমানে একটি বিশেষ ক্যালেন্ডার তৈরির কাজ চলছে, যেখানে জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন, কর্ম ও ঐতিহাসিক ঘটনাবলির পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবেই ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফলে এখন থেকে প্রতি বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আবরার ফাহাদ দিবস এবং বিডিআর ম্যাসাকার দিবস বিশেষভাবে পালিত হবে বলে জানানো হয় পোস্টে।

প্রেক্ষাপট:
২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যাম্পাসে নির্যাতন করে হত্যা করা হয়, যা সারাদেশে ব্যাপক আলোড়ন তোলে। আর ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হয় ভয়াবহ হত্যাযজ্ঞ, যাতে প্রাণ হারান সেনাবাহিনীর বহু কর্মকর্তা।

দুটি ঘটনাই বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে—যে কারণে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।