Home রাজনীতি বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

সংগৃহীত ছবি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপি জানিয়েছে, এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় কার্যালয়ের সামনেই ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন বলেন, “আমাদের কার্যালয়ের সামনে আবার বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা আমাদের জানা নেই। আমরা রমনা থানায় বিষয়টি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।”

এর আগে গত ৩ জুলাই শাহবাগ মোড়ে একই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটে এনসিপির পদযাত্রা প্রদর্শনীর সময়। তারও আগে, বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনেই প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ ঘটে। এমনকি, কিছুদিন আগে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

এনসিপির নেতারা বলছেন, একের পর এক বিস্ফোরণ পরিকল্পিতভাবে তাদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা। পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।