Home Second Lead জাহাজ নির্মাণ শিল্পে চীনের দাপট ঠেকাতে কোরিয়াকে পাশে চায় যুক্তরাষ্ট্র

জাহাজ নির্মাণ শিল্পে চীনের দাপট ঠেকাতে কোরিয়াকে পাশে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চীনের জাহাজ নির্মাণ খাতে দাপট বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এই খাতে বেইজিংয়ের আধিপত্য ঠেকাতে দক্ষিণ কোরিয়াকে কৌশলগত অংশীদার হিসেবে পাশে চাচ্ছে ওয়াশিংটন। এমন তথ্য জানিয়েছেন সিউলের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা চ্যাং সুং-গিল।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য আয়োজিত ফোরামে চ্যাং বলেন, “চীনের শিপবিল্ডিং বাজারে অংশীদারিত্ব বেড়ে যাওয়াকে যুক্তরাষ্ট্র হুমকি হিসেবে দেখছে এবং তারা কোরিয়াকে এতে কৌশলগতভাবে যুক্ত করতে চাচ্ছে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু শিপবিল্ডিং নয়, বরং অন্যান্য কিছু খাতেও চীনের প্রভাব মোকাবেলায় কোরিয়ার সহযোগিতা চায়, যা যুক্তরাষ্ট্র-কোরিয়া যৌথ উদ্যোগের পূর্বশর্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

 কী কী খাত নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি চ্যাং।  পরে তিনি স্পষ্ট করেন, মূলত শিপবিল্ডিং-ই সেই খাত যেখানে ওয়াশিংটন চায় সিউল যুক্ত হোক।

চ্যাং আরও জানান, যুক্তরাষ্ট্র এখনও শিল্পভিত্তিক শুল্ক যেমন অটোমোবাইল ও স্টিলের ওপর থাকা কর কমানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে। তারা চায় কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও কৃষিপণ্য আমদানি বাড়াক, যার বিনিময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক হ্রাসের আলোচনা সম্ভব হতে পারে।

তবে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিকভাবে সংবেদনশীলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, এই বিষয়ে চীন স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “দ্বিপাক্ষিক আলোচনা বা চুক্তি কোনো তৃতীয় পক্ষের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “চীন সবসময়ই চায়, বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধানে পৌঁছাক।”

বিশ্লেষকদের মতে, জাহাজ নির্মাণ খাতে চীনের দাপট ঠেকাতে যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কোরিয়ার মতো উন্নত প্রযুক্তি ও সক্ষমতাসম্পন্ন অংশীদারদের সক্রিয়ভাবে পাশে টানার কৌশল নিচ্ছে।