বিনোদন ডেস্ক: বলিউডে আবার ফিরছে রঙিন রোম্যান্স। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে জুটি করে আসছে নতুন ছবি ‘পরম সুন্দরী’। তুষার জলোটা পরিচালিত এই রোম্যান্টিক কমেডি ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, গানগুলোও পেয়েছে ইতিবাচক সাড়া।
তবে ছবিটি ঘিরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, গল্পে রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত সুপারহিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’–এর ছায়া। কারণ, দুই ছবিতেই দেখা যায় উত্তর ভারতের এক যুবক ও দক্ষিণ ভারতের এক তরুণীর প্রেমের গল্প।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন জাহ্নবী কাপুর। তিনি বলেন, তাঁর চরিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দীপিকা অভিনীত চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। জাহ্নবীর ভাষায়, “আমার চরিত্র কেরলের, অর্ধেক মালয়ালি ও অর্ধেক তামিলিয়ান। দক্ষিণ ভারত মানেই এক ধরনের মানুষ নয়। প্রতিটি গল্পই আলাদা। আসলে উত্তর-দক্ষিণের প্রেম নিয়ে গল্প আগেও হয়েছে, যেমন ‘টু স্টেটস’। তবে এই ধরনের ছবি খুব বেশি তৈরি হয় না। আর সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এক আইকনিক ছবির, সেটাই অনেক বড় সম্মানের।”
সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে, “‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পেয়েছিল এক দশক আগে। এখনও মানুষ সেই ছবি মনে রেখেছেন—এটা গর্বের বিষয়। তবে ‘পরম সুন্দরী’ দর্শকদের একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেবে।”
ছবিটির প্রযোজনা করছেন দীনেশ ভিজন, যিনি এর আগে ‘স্ত্রী’, ‘মিমি’ ও ‘বাধাই হো’র মতো হিট ছবি উপহার দিয়েছেন। গল্পে দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকলেও তা পরিবেশিত হবে আধুনিক প্রেমকাহিনির মোড়কে।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর রোম্যান্স ঘরানায় ফিরলেন সিদ্ধার্থ মালহোত্রা। সাম্প্রতিক সময়ে তিনি ‘শেরশাহ’ ও ‘যোদ্ধা’র মতো অ্যাকশন-ড্রামায় বেশি ব্যস্ত ছিলেন। জাহ্নবীর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ তিনি এখন নিজের কেরিয়ারে বৈচিত্র্য আনতে চাইছেন।
‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে এই শুক্রবার, ২৯ আগস্ট। দর্শকরা এখন দেখার অপেক্ষায়, এই উত্তর-দক্ষিণ প্রেমকাহিনি কতটা ছাপ ফেলতে পারে বড় পর্দায়।