বিনোদন ডেস্ক: মঙ্গলবার মুক্তি পেল জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত নতুন ছবি *‘পরম সুন্দরী’*র ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ছবিটি উত্তর ভারতের এক যুবক ও দক্ষিণ ভারতের এক তরুণীর প্রেমকাহিনি ঘিরে আবর্তিত— দুই ভিন্ন সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রার মধ্যে ভালোবাসার টানাপোড়েনই হবে গল্পের মূল আকর্ষণ।
সিদ্ধার্থের চরিত্র পরম, উত্তর ভারতের বাসিন্দা, বেড়াতে আসে কেরালায়। সেখানে পর্যটক হিসেবে ওঠেন সুন্দরী (জাহ্নবী কাপুর)-র বাড়িতে। প্রথম দেখা হয় চার্চে, এরপর শুরু হয় মিষ্টি মুহূর্ত, হাসি-মজা আর ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। তবে ভিন্ন পটভূমি ও মানসিকতার কারণে আসে দূরত্ব, অভিমান ও দ্বিধা— যা গল্পে তৈরি করবে নাটকীয় মোড়।
ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে জাহ্নবীর মোহিনীঅট্টম নৃত্য এবং তাঁর তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার পার্থক্য বোঝানোর দৃশ্য। অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা যাচ্ছে শাহরুখ খান-প্রভাবিত ‘হিরোসুলভ’ আভায়, যা চরিত্রে দিয়েছে রোমান্টিক বলিউডি ছোঁয়া।
দর্শকের মন্তব্য অনুযায়ী, ‘পরম সুন্দরী’ হয়তো ফিরিয়ে আনতে পারে পুরনো দিনের বলিউড রোমান্সের সেই নস্টালজিক আবহ।