Home চট্টগ্রাম পরিবেশবান্ধব প্রযুক্তিতে নারীদের নেতৃত্ব প্রসারে কর্মশালা

পরিবেশবান্ধব প্রযুক্তিতে নারীদের নেতৃত্ব প্রসারে কর্মশালা

চট্টগ্রাম: মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার জি টেভ ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারসের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে নারীদের অবদান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিবর্গ, তৈরি পোশাক শিল্পের প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন এলাকা থেকে আগত নারী শিক্ষার্থী, প্রশিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীরা অংশ নেন।

আয়োজকরা জানান, জি টেভের জলবায়ু সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব কর্মপদ্ধতি নিয়ে নারীদের অংশগ্রহণ আরও বিস্তৃত ও কার্যকর করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে শিল্পকারখানা, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি, গ্রিন ইঞ্জিনিয়ারিং এবং স্থানীয় পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নারীরা এখন নেতৃত্ব দিচ্ছেন। সমাজের প্রত্যেক স্তরে নারীদের অংশগ্রহণ বাড়লে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা মন্তব্য করেন।

দিনব্যাপী কর্মশালায় পরিবেশবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কারিগরি সেক্টরে সবুজ প্রযুক্তির বিস্তার এবং জলবায়ুবান্ধব উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একাধিক সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো তৌহিদুল ইসলাম, মশিউর ইসলাম রাজু, মো এমরান হোসেন, আতিয়া খানম, মরিয়ম আক্তারসহ অন্যান্য প্রশিক্ষণার্থীরা। আয়োজক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে নারী প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের নিয়ে আরও বৃহৎ পরিসরে পরিবেশ সচেতনতা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তি