বিনোদন ডেস্ক: দীর্ঘ জল্পনা, মান-অভিমান আর অনিশ্চয়তার অবসান। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে ফ্লোরে যেতে চলেছে ফারহান আখতারের বহুপ্রতীক্ষিত মেগাপ্রজেক্ট ‘জি লে জারা’ (Jee Le Zaraa)। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ঘোষিত এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন ভক্তদের আশা প্রায় নিভে আসছিল, ঠিক তখনই আশার আলো দেখালেন পরিচালক স্বয়ং।
অনিশ্চয়তার কালো মেঘ ও দীর্ঘ অপেক্ষা
‘দিল চাহতা হ্যায়’ ছবির কুড়ি বছর পূর্তিতে ২০২১ সালে ধুমধাম করে এই সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার। লক্ষ্য ছিল—‘জিন্দেগি না মিলেগি দুবারা’র ধাঁচে এবার তিন নায়িকাকে নিয়ে একটি রোড ট্রিপের গল্প বলা। চিত্রনাট্যও তৈরি ছিল। কিন্তু বিপত্তি বাঁধে তিন সুপারস্টারের শিডিউল মেলাতে গিয়ে। বিশেষ করে ‘গ্লোবাল স্টার’ প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততা এবং আলিয়া ভাটের অন্য প্রজেক্টের চাপে বারবার পিছিয়ে যায় শুটিং। একপর্যায়ে শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এবং ছবিটি হয়তো আর আলোর মুখই দেখবে না।
নায়িকাদের ডেট থেকে নায়ক নির্বাচন—সব সমস্যার সমাধান
তবে সব আশঙ্কা ভুল প্রমাণ করে ফারহান আখতার জানালেন বড় খবর। বলিউড সূত্র বলছে, শেষমেশ ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি করতে রাজি হয়েছেন এবং তিন নায়িকাই তাঁদের শিডিউল মিলিয়েছেন। শুধু তাই নয়, এই তিন দাপুটে অভিনেত্রীর বিপরীতে নায়ক কারা হবেন, তা নিয়েও দীর্ঘদিনের ধোঁয়াশা কাটতে চলেছে। ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতির পছন্দমতো অভিনেতা পাওয়া যাচ্ছিল না এতদিন। তবে সেই কাস্টিং প্রক্রিয়াও এখন চূড়ান্ত।
কী বলছেন ফারহান?
সংবাদমাধ্যমের কাছে স্বস্তির নিশ্বাস ফেলে ফারহান আখতার বলেন, “সত্যি কথা বলতে কী, সব অভিনেতা-অভিনেত্রীদের ডেট একসঙ্গে পাওয়া মারাত্মক কষ্টকর ছিল। তবে আমরা আপাতত সবকিছু ঠিক করে ফেলেছি। খুব শিগগিরিই সেই ছবির শুটিং শুরু করব।”
নারীকেন্দ্রিক রোড ট্রিপের অপেক্ষায় বলিউড
বলিউডে পুরুষদের নিয়ে রোড ট্রিপের সিনেমা একাধিকবার দেখা গেলেও, নারীকেন্দ্রিক এমন অ্যাডভেঞ্চারাস গল্প খুব একটা দেখা যায়নি। তাই আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার রসায়ন পর্দায় কেমন জমে, তা দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। যদিও তিন নায়িকার বিপরীতে কোন নায়কদের দেখা যাবে, সেই চমকটি এখনো গোপনই রেখেছেন নির্মাতারা।










