Home জাতীয় ৪৪ বিতর্কিত আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা

৪৪ বিতর্কিত আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৪৪ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ডাক দিয়েছে জুলাই অভ্যুত্থান-উত্তর আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।

সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী। জানানো হয়, মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু হবে।

সংগঠনটি জানায়, ২০ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব আমলাকে ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে চিহ্নিত করে অপসারণের দাবি জানানো হয়েছিল, তাদের বিষয়ে নির্ধারিত ৩১ মে পর্যন্ত সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং কিছু আমলা এখন সংস্কারমূলক আইনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন, যা ‘জুলাই বিপ্লব’-এর চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

জুলাই ঐক্য দাবি করে, প্রশাসনের ভেতরে একটি ‘সিভিল ক্যু’ বা প্রশাসনিক অভ্যুত্থানের পরিকল্পনা এগোচ্ছে এবং এর নেপথ্যে রয়েছে ভারতের কৌশলগত প্রভাব। প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ আখ্যা দিয়ে তাঁর ঘনিষ্ঠ আমলাদের সচিবালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানানো হয়।

সংগঠনটির ভাষায়, জনগণের বিপ্লবী স্পিরিট যদি আমলাতান্ত্রিক বাধায় থেমে যায়, তবে তা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হবে। তারা মনে করে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো পুরনো কাঠামো ভেঙে নতুন সময়োপযোগী প্রশাসন গড়ে তোলা। আর সেই লক্ষ্যে এই পদযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জুলাই ঐক্য ছাত্র, যুবক ও সাধারণ মানুষকে রাজপথে যোগ দিয়ে এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছে।