Home সারাদেশ রামগড়ে ‘জুলাই পুনর্জাগরণে’ সমাজ গঠনের শপথ গ্রহণ: ঐক্যবদ্ধ সৎ সমাজের প্রত্যয়

রামগড়ে ‘জুলাই পুনর্জাগরণে’ সমাজ গঠনের শপথ গ্রহণ: ঐক্যবদ্ধ সৎ সমাজের প্রত্যয়


মোঃ মাসুদ রানা, রামগড়: সমাজের ভেতরে মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিকতা পুনরুদ্ধারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে রামগড়ে অনুষ্ঠিত হয়েছে সমাজ গঠনের শপথ অনুষ্ঠান।

শনিবার ২৬ জুলাই সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ভার্চুয়াল সংযুক্তির মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ ফায়েজুর রহমান এবং রামগড় সরকারি কলেজের প্রভাষক বোরহান উদ্দিন।

শপথ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং ১৯৭৪ সালের জুলাই গণ-আন্দোলনে শহীদ আব্দুল মজিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয়ের এই সময়ে সামাজিক জাগরণ, সচেতনতা ও গণমানুষের অংশগ্রহণই পারে একটি আদর্শ সমাজ গঠন করতে। ‘জুলাই পুনর্জাগরণ’ সে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সবার কণ্ঠে ছিল একই প্রত্যয়—“দুর্নীতিমুক্ত, মানবিক, ন্যায়ের সমাজ গড়ব আমরা সবাই মিলে”।

বিস্তারিত জানতে চোখ রাখুন: businesstoday24.com