Home বিনোদন পুরস্কারমঞ্চে চুম্বনের ঝড়, চমকে দিলেন লোপেজ়

পুরস্কারমঞ্চে চুম্বনের ঝড়, চমকে দিলেন লোপেজ়

জেনিফার লোপেজ়্। ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

আবারও শিরোনামে জেনিফার লোপেজ়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক ঝাঁচকচকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়ে একসঙ্গে দুই নৃত্যশিল্পীকে ঠোঁটে চুম্বন করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন জনপ্রিয় এই পপ গায়িকা। দর্শকের চোখের সামনে আচমকাই ঘটে যাওয়া এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার রাতের ওই অনুষ্ঠানে উদ্বোধনী পরিবেশনায় অংশ নিয়েছিলেন লোপেজ়। ঝলমলে স্বচ্ছ জাম্পস্যুটে আবির্ভূত হয়েই মঞ্চে উষ্ণতার ঝড় তোলেন তিনি। একের পর এক জনপ্রিয় গানের কভার পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে তোলেন—কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’, ব্যাড বানির ‘ন্যুয়েভায়োল’, বিলি আইলিশের ‘বার্ডস অফ আ ফেদার’, ডোইচির ‘ডেনিয়াল ইজ় আ রিভার’, শাবুজির ‘এ বার সং’, ব্রুনো মার্সের ‘এপিটি’ এবং ‘ব্ল্যাকপিঙ্ক রোজ়’-এর গান ছিল তালিকায়।

গানের মাঝে হঠাৎ করেই এক পুরুষ সহ-নৃত্যশিল্পীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন লোপেজ়। মঞ্চের আলো-আঁধারিতে দর্শক তখনো সেই মুহূর্তে অভিভূত, এর মধ্যেই অপর এক নারী নৃত্যশিল্পী গায়িকাকে টেনে নিয়ে তাকেও চুম্বন করেন তিনি। দুই চুম্বনের এই দৃশ্য মঞ্চে উপস্থিত দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়ায়। উপস্থিত অনেকেই চমকে যান, কেউ আবার অভিভূত হয়ে ওঠেন।

পরিবেশনা শেষে মঞ্চে উঠে আসেন মার্কিন কৌতুকশিল্পী টিফানি হ্যাডিশ। রসিকতার ছলে তিনি বলেন, “আমার জন্য কাউকে তো রাখো! তুমি একাই ‘সিঙ্গেল’ নও!”

এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো মঞ্চ। যদিও অনুষ্ঠানের পর আর বিশেষ কিছু ঘটেনি, তবে দর্শকমনে স্থায়ী ছাপ রেখে গেছেন লোপেজ়। তাঁর পারফরম্যান্স শেষ হয় ‘নট লাইক আস’ ও ‘টিভি অফ’ গানের মাধ্যমে।

জেনিফার লোপেজ়ের এমন ‘সাহসী’ মঞ্চ পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, এটি নিছক অভিনয়ের অংশ, আবার কেউ বলছেন, এ ধরনের আচরণে প্রকাশ্যে উষ্ণতার সীমা যেন নতুন উচ্চতায় পৌঁছল। তবে লোপেজ় যে ফের নিজের নামটি নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন, তা বলাই বাহুল্য।


◊“আপনি কি জানেন জেনিফার লোপেজ় কী করে সবাইকে চমকে দিয়েছেন? এই কাণ্ডকারখানার ভিডিও ও খবরটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করুন, তাদেরও জানান মঞ্চে কী হলো। আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না!”