Home তথ্য প্রযুক্তি গুগল ডক্সে নতুন ফিচার: অডিও ভার্সন জেমিনি এআইতে

গুগল ডক্সে নতুন ফিচার: অডিও ভার্সন জেমিনি এআইতে

বিজনেসটুডে২৪ ডেস্ক: গুগল ডক্স এবার যুক্ত করেছে এক অনন্য ও উন্নত ফিচার, যেখানে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে যেকোনো ডকুমেন্টের অডিও সংস্করণ তৈরি করা যাবে।

চলতি বছরের শুরুতে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এখন এটি আনুষ্ঠানিকভাবে ওয়েব সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজ ও আকর্ষণীয়ভাবে ডকুমেন্ট উপভোগ করতে পারবেন।

নতুন ফিচারটি ব্যবহার করতে হলে গুগল ডক্সের Tools মেনুতে গিয়ে “Audio” অপশন নির্বাচন করতে হবে। এরপর একটি পিল-আকৃতির প্লেয়ার ওপেন হবে, যেখানে ডকুমেন্টের দৈর্ঘ্য প্রদর্শিত হবে। প্লেয়ারটিতে রয়েছে Play, Pause, scrubber bar, প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ভয়েস অপশন

গুগল ডক্সে এখন নানা ধরনের ভয়েস টোন ও স্টাইল বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ফলে ব্যবহারকারীরা চাইলে ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন কণ্ঠে শুনতে পারবেন। এছাড়াও, ডকুমেন্টে অডিও বাটন এম্বেড করার সুবিধা দেওয়া হয়েছে, যাতে অন্য পাঠকরাও সরাসরি কনটেন্ট শুনতে পারেন।

তবে আপাতত এই ফিচারটি শুধুমাত্র ইংরেজি ভাষায় এবং ওয়েব সংস্করণে ব্যবহারযোগ্য। আজ থেকেই এটি কার্যকর হচ্ছে।

এছাড়া, গুগল ডক্সের অ্যান্ড্রয়েড অ্যাপেও একটি নতুন ফিচার চালু হয়েছে, যেখানে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সরাসরি ছবি তৈরি করতে পারবেন।