বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি দেশে ফেরার প্রয়োজনীয় ভ্রমণ নথি বা ট্রাভেল পাস হাতে পেয়েছেন।
একই দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
শুক্রবার বিকেলে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার বাবার ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।” তারেক রহমান সম্প্রতি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার দিন ধার্য করা হয়েছে, যা নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে, গত এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, “গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, গত এক মাসের মধ্যে উনার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও উনার একটি ছোট সফল প্রসিডিউর সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে এবং তিনি আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










