বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশনে শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরণের ঝুঁকি তৈরি হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টে ত্রুটির কারণে ইঞ্জিন এবং সঙ্গে থাকা দুই-তিনটি কোচ ব্রডগেজ লাইনে লাইনচ্যুত হয়। এ কারণে ট্রেনটি গতিবিধি হারিয়ে বিপরীত রেলপথের বাইরে চলে গেছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানিয়েছেন, এই দুর্ঘটনার ফলে জয়দেবপুর জংশন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। কারণ, লাইনচ্যুত ইঞ্জিন এবং কোচগুলো সরানো না হওয়া পর্যন্ত রেললাইন সম্পূর্ণভাবে ব্যাহত থাকবে। এছাড়া, দুর্ঘটনার আশেপাশের এলাকায় থাকা শিববাড়ি থেকে রাজবাড়ি পর্যন্ত সড়কও যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে, যা যানজট সৃষ্টি করেছে এবং চলাচলকারীদের জন্য অসুবিধার কারণ হয়েছে।
দুর্ঘটনার সময় পদ্মা এক্সপ্রেসে থাকা যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং লাইনচ্যুত কোচগুলো সরিয়ে সড়ক ও রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করার জন্য কাজ চলছে। উদ্ধার ও পুনর্বহালের কাজ চালাতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে বিশেষ দল নিয়োজিত করা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা পয়েন্টের ত্রুটি ও অন্যান্য কারিগরি কারণ বিশ্লেষণ করে দ্রুত রিপোর্ট দেবে। এছাড়া, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রেল সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনার কারণে যাত্রীদের যাতায়াত ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে এবং তারা বিকল্প ব্যবস্থায় ঢাকা কিংবা রাজশাহি যাওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সহায়তার জন্য বিকল্প বাস সার্ভিস চালুরও ঘোষণা দিয়েছে।
আপনি যদি চান, আমি এই দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারি কিংবা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা ও রেলওয়ে দুর্ঘটনা মোকাবিলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারি।