ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আজই আদালতে তোলা হতে পারে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও খ্যাতনামা অর্থনীতিবিদ ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি’র যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।
অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জনকারী ড. শামসুল আলম ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
অধ্যাপনার দীর্ঘ যাত্রায় তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছেন। ২০০৯ সালের ১ জুলাই তিনি প্রেষণে ছুটি নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং টানা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। দেশের অর্থনীতিতে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়েছিল।
ড. শামসুল আলমের বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি।
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজই আদালতে তোলা হতে পারে।