বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বহু প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য গত সপ্তাহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ইতিহাসে প্রথমবারের মতো এবারের ডাকসু নির্বাচনে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আবাসিক হলের বাইরে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করার লক্ষ্যে।
নির্বাচনে অংশগ্রহণের জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটার হিসেবে বিবেচিত হবেন।
এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতির পর পুনরায় ডাকসু নির্বাচন আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।