Home জাতীয় ডাকসু ও হল সংসদ নির্বাচন: নিরাপত্তায় মোতায়েন ২০৯৬ পুলিশ

ডাকসু ও হল সংসদ নির্বাচন: নিরাপত্তায় মোতায়েন ২০৯৬ পুলিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের দিন। ক্যাম্পাসে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের দিন ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন ২০৯৬ জন পুলিশ সদস্য। রেগুলার ফোর্স ছাড়াও সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে ক্যাম্পাস পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ করেছে। শুধুমাত্র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের অনুমোদিত সদস্যরা বিশেষ পাসসহ প্রবেশ করতে পারবেন। এছাড়া বৈধ আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

ভোটারের সুবিধার্থে ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু রয়েছে। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাসের সংখ্যা ও রুট বাড়ানো হয়েছে।

ডাকসু নির্বাচনে ৩৯,৮৭৪ জন ভোটার ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোটগ্রহণ হবে। ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পরিবহন ও সুবিধা

ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সব বাস রুট সচল থাকবে। ঢাকার নিয়মিত বাস রুট ছাড়াও নির্বাচনের সুবিধার্থে অতিরিক্ত রুট তৈরি করা হয়েছে এবং বাস সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাটল সার্ভিস চালু থাকবে। শাটল চলবে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এবং ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু করে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র পর্যন্ত চক্রাকারে চলবে।

একই সঙ্গে ডিএমটিসিএল জানিয়েছে, ভোটের কারণে টিএসসি মেট্রোরেল স্টেশন সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সারা দিন বন্ধ থাকবে।

ভোটার ও প্রার্থী সংখ্যা

ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন; এর মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন এবং ছাত্র ২০,৯১৫ জন। ভোটাররা কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোট দেবেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।  পদগুলোতে প্রতিযোগী সংখ্যা:

  • সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
  • সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
  • আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
  • ক্রীড়া সম্পাদক: ১৩ জন
  • ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
  • সমাজসেবা সম্পাদক: ১৭ জন
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
  • মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

এছাড়া ১৩টি সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ২১৭ জন।