Home বিনোদন মিথিলা-সুমন-সাজ্জাদ কণ্ঠে টফিতে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’

মিথিলা-সুমন-সাজ্জাদ কণ্ঠে টফিতে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’

ঢাকা: বাংলাদেশের কে-ড্রামা দর্শকদের জন্য আসছে সুখবর। বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’-এর বাংলা ডাব ভার্সন আগামী ১ মে থেকে দেখা যাবে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে।

৮.২ আইএমডিবি রেটিংপ্রাপ্ত এই কোরিয়ান সিরিজটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল জনপ্রিয়তা অর্জন করে আসছে। এবারই প্রথম বাংলা ভাষায় এই সিরিজটি উপভোগ করতে পারবেন স্থানীয় দর্শকরা।

বাংলা ডাব ভার্সনে কণ্ঠ দিয়েছেন দেশের পরিচিত মুখ মিথিলা, ইরফান সাজ্জাদ ও এবিএম সুমন; যারা তাঁদের অভিনয়গুণ ও কণ্ঠে সিরিজটির আবেগ-ভর্তি দৃশ্যগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

বাংলালিংক-এর চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া জানান, “টফি সবসময় দর্শকদের রুচি ও আগ্রহের প্রতি সম্মান রেখে কনটেন্ট নির্বাচনে মনোযোগ দেয়। বাংলা ডাব করা কোরিয়ান কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে—এটি তারই প্রমাণ। আমরা আরও নতুন কে-ড্রামা ধারাবাহিক যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

টফির লাইব্রেরিতে বর্তমানে ২ হাজারেরও বেশি দেশি-বিদেশি সিনেমা ও সিরিজ রয়েছে, যা সহজ সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা সম্ভব। বাংলা ডাব ভার্সনের এই উদ্যোগ মাতৃভাষায় বিশ্বমানের বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।