Home আকাশ পথ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট: এক দশকের অচলাবস্থা ভেঙে ডানা মেলছে বিমান

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট: এক দশকের অচলাবস্থা ভেঙে ডানা মেলছে বিমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে চলতি জানুয়ারি থেকেই।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘সামাহ নিউজ’ এবং এভিয়েশন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সামাহ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ঢাকা-করাচি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি ইতোমধ্যে বিমানকে প্রাথমিকভাবে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
সপ্তাহে তিন দিন উড়বে বিমান
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিনটি ফ্লাইট ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করবে। বর্তমানে দুই দেশের যাত্রীদের দুবাই, দোহা বা কলম্বো হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াতের সময় ১০-১২ ঘণ্টা থেকে কমে মাত্র ৩-৪ ঘণ্টায় নেমে আসবে, যা ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর।
ভারতের আকাশসীমা ব্যবহার: ফ্লাইটগুলো পরিচালনার ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পারস্পরিক আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনেই বাংলাদেশের বিমান ভারতের ওপর দিয়ে পাকিস্তান যাবে। এতে জ্বালানি খরচ ও সময় উভয়ই সাশ্রয় হবে।
যুক্ত হচ্ছে বেসরকারি এয়ারলাইন্স : শুধু বিমান বাংলাদেশ নয়, পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স ‘ফ্লাই জিন্নাহ’ (Fly Jinnah)-ও এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ থেকে নীতিগত অনুমোদন পেয়েছে। বর্তমানে তারা বাংলাদেশে স্থানীয় এজেন্ট নিয়োগসহ কারিগরি প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে।
অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব: অর্থনীতিবিদরা মনে করছেন, এই সরাসরি যোগাযোগ দুই দেশের পোশাক শিল্প, চামড়া এবং কৃষিজাত পণ্য আমদানিতে নতুন গতি সঞ্চার করবে।
২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় সচল হওয়াকে দক্ষিণ এশীয় আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।