Home শিক্ষা ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান অচলাবস্থার নিরসনে কলেজের একাডেমিক কার্যক্রম আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। শিক্ষার্থীরা ভবন সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সোচ্চার হন। গত শুক্রবার (২০ জুন) তারা মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন