বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা জয় চৌধুরী।
দুই যুগেরও বেশি সময় ধরে মডেলিং, নাটক ও চলচ্চিত্রে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন তানিন সুবহা। তার শোবিজে যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র দিয়ে। পরবর্তীতে নাটক ও সিনেমার মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলেন। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে পরবর্তীতে ছোট পর্দায় নিয়মিত হয়ে ওঠেন। পাশাপাশি সৌন্দর্যচর্চাকেন্দ্র বা পার্লারের ব্যবসাতেও যুক্ত ছিলেন তিনি।
তানিন সুবহার মৃত্যু ঘিরে এক ধরণের অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়। তার মস্তিষ্ক কাজ করছে না বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সনি রহমান। তবে তখনও পর্যন্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেননি। শিল্পী সমিতির আরেক সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালে অবস্থান করছিলেন এবং সকলকে অনুরোধ করেছিলেন যেন নিশ্চিত ঘোষণা ছাড়া কোনো ভুল তথ্য ছড়ানো না হয়।
তানিন সুবহার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় ২ জুন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলেও সন্ধ্যায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় অভিনেত্রীকে।
জয় চৌধুরী জানান, সন্ধ্যায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরিবারের আলোচনা চলছিল। ঠিক সেই সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন। কিন্তু বাইরে যাওয়ার পরই পরিবারের সদস্যরা তাকে ফোন করে জানান, ডাক্তাররা আনুষ্ঠানিক ঘোষণার আগেই তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছেন।
তানিন সুবহার অকালপ্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।