Home Third Lead সমাবেশে তারেক রহমান, জনজোয়ারে উত্তাল আলিয়া মাদ্রাসা মাঠ

সমাবেশে তারেক রহমান, জনজোয়ারে উত্তাল আলিয়া মাদ্রাসা মাঠ

জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটে বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের সভামঞ্চে পৌঁছান। লাল-সবুজের একটি বাসে চড়ে সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন।
জনস্রোতে স্থবির সিলেট নগরী
সকাল থেকেই মহানগরীর প্রধান সড়কগুলো নেতাকর্মীদের দখলে চলে যায়। আম্বরখানা, দরগাহ গেট ও জিন্দাবাজারসহ আশপাশের এলাকাগুলোতে খণ্ড খণ্ড মিছিলের ঢল নামে। মাঠের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ ও সমর্থকদের অবস্থান ছড়িয়ে পড়ে আশপাশের ফুটপাত ও সংযোগ সড়কগুলোতে।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সরব উপস্থিতি পুরো এলাকাকে একটি উৎসবমুখর জনপদে পরিণত করেছে।
তরুণদের সঙ্গে মতবিনিময় শেষে জনসভায়
সমাবেশস্থলে আসার আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেটে এক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে সময় কাটান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে জনসভাস্থলে আসার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে তার গাড়িবহরকে ধীরগতিতে এগোতে হয়।
রাজনৈতিক পরিবর্তনের বার্তা
জনসভায় অংশ নিয়ে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, “তারেক রহমানের এই আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছে। আজকের এই জনসমুদ্রই প্রমাণ দেয় যে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে।”
জনসভাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এই প্রথম নির্বাচনী জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনৈতিক সংকট নিরসনে বিশেষ বার্তা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।