Home জাতীয় কুমিল্লার ৩ জনসভা থেকে কী বার্তা দেবেন তারেক রহমান?

কুমিল্লার ৩ জনসভা থেকে কী বার্তা দেবেন তারেক রহমান?

কুমিল্লার ফুলতলী ডিগবাজি মাঠে মহাসমাবেশের প্রস্তুতি। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: দীর্ঘ ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জনসভাগুলোর আশপাশের এলাকায় ব্যাপক তোড়জোড় চলছে। শুধু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে অন্যরকম কৌতূহল ও উদ্দীপনা।
জনসভাস্থলে মহাব্যস্ততা
কুমিল্লা-৬ (সদর) আসনের আওতাধীন সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে গিয়ে দেখা যায় বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম সশরীরে উপস্থিত থেকে প্রস্তুতির তদারকি করছেন।
তিনি বিজনেসটুডে২৪-কে জানান:

“নেতার আগমন উপলক্ষে সুয়াগাজী মাঠসহ চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে সব আয়োজন সম্পন্ন। গাড়ি পার্কিং থেকে শুরু করে জননিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি। তারেক রহমান বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, ৭টায় সুয়াগাজী মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন।”

তৃণমূলের কণ্ঠে ‘এক নজর দেখার’ আকুতি
সুয়াগাজী বাজারের ষাটোর্ধ্ব ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “২০০৫ সালে শেষবার তাঁরে মাঠে দেখছিলাম। অনেক বছর পার অইয়া গেছে। হুনছি কালকে আইবো, হেই লাইগ্যা দোকানের কাম ফালায়া আমরাও দেখার লাইগ্যা রেডি আছি।”
একই রকম উত্তেজনা দেখা গেছে দাউদকান্দি ও চৌদ্দগ্রামের সাধারণ ভোটারদের মাঝেও। তৃণমূলের কর্মীরা বলছেন, দীর্ঘদিন তাদের প্রিয় নেতাকে সামনে থেকে দেখেননি। তাঁকে এক নজর দেখা এবং সম্ভব হলে হাত মেলানোর অপেক্ষায় প্রহর গুনছেন তারা।
রাজনৈতিক গুরুত্ব ও নেতৃত্বের মূল্যায়ন
বিএনপি নেতাদের মতে, এই সফর কুমিল্লাসহ পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে নতুন মোড় আনবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন:

“তারেক রহমানের এ সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। মাঠপর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘ সময় পর সরাসরি দলীয় প্রধানকে সামনে পেয়ে উজ্জীবিত। এটি আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থীদের জন্য বড় ধরনের ইতিবাচক হাওয়া তৈরি করবে।”

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই সমাবেশগুলো সফল করতে দলীয় সূত্রগুলো বলছে, চট্টগ্রাম থেকে ফেরার পথে এই তিনটি স্থানে যাত্রাবিরতি করে কর্মী-সমর্থকদের দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। এরপর তিনি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।