বিনোদন ডেস্ক: চলচ্চিত্র, ওটিটি ও মঞ্চ। তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তাসনিয়া ফারিণ। বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী এখন একাধিক আলোচিত প্রজেক্টে যুক্ত আছেন। ২০২৫ সালটি যেন হয়ে উঠেছে তার ক্যারিয়ারের উজ্জ্বলতম বছরগুলোর একটি।
চলচ্চিত্র ‘ইনসাফ’-এর পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। পরিচালনায় রয়েছেন সঞ্জয় সোমদ্দার। এতে ফারিণের বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। থ্রিলার ঘরানার এই ছবিতে ফারিণ এক নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে পোস্টার এবং প্রথম ঝলক প্রকাশ পেলে তা সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলে। চলচ্চিত্রটি আসন্ন ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
এছাড়া সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েবফিল্ম ‘অসময়’ এবং হাউ স্যুইট’ নিয়েও দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। কাজল আরেফিন অমির পরিচালনায় এই দুটি কাজেই ফারিণ দেখিয়েছেন অভিনয়ের পরিপক্বতা। ‘অসময়’ ওয়েব প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পায় জানুয়ারিতে, আর ‘হাউ স্যুইট’ আসে এপ্রিলে।
বাংলাদেশ ছাড়িয়ে কলকাতাতেও ফারিণের পদচারণা প্রশংসিত হয়েছে। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকদেরও হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
চলতি বছর ইরানের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পারফরম্যান্স বিভাগে পুরস্কার জিতেছেন। এই সম্মান শুধু তার ক্যারিয়ার নয়, বাংলাদেশের চলচ্চিত্রকেও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করেছে।
এদিকে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫–এর আসরে ফারিণের সহ-উপস্থাপনার প্রশংসা পেয়েছে মিডিয়াপাড়ায়। তার স্মার্ট উপস্থিতি এবং সাবলীল উপস্থাপনা চোখে পড়েছে দর্শকের।
তবে শুধু অভিনয় নয়, ফারিণ এখন নিজস্ব গানের প্রজেক্টেও হাত দিয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুরে গাওয়া একটি গান নিয়ে তিনি বলেন, ‘সব সময়ের মতো এটিও আমার এক্সপেরিমেন্ট, ভালোবাসা দিয়ে করেছি।’
ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন, তবে তা তার কাজের গতি কমাতে পারেনি। বরং প্রতিটি প্রজেক্টে তিনি আগের চেয়েও বেশি নিবেদিত।
এই ব্যস্ততার মাঝেও কিছুটা বিরতি নিয়েছেন তাসনিয়া ফারিণ। বর্তমানে তিনি অবস্থান করছেন মন্টেনেগ্রোর উপকূলীয় শহর বুদভায়। সামাজিক মাধ্যমে সমুদ্র ও পাহাড়ঘেরা প্রকৃতির মধ্যে তোলা ছবিতে দেখা যাচ্ছে—নতুন উদ্যমে নিজেকে প্রস্তুত করছেন তিনি। জানা গেছে, ঈদের ব্যস্ততা শেষে মানসিক প্রশান্তি ও নিজের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সফর। ‘অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি!’—এই শিরোনামে ফারিণের ভ্রমণের ছবি নিয়ে ইতোমধ্যে ভক্তদের আগ্রহও চোখে পড়ার মতো।
তাসনিয়া ফারিণের এই বহুমুখী সফলতার পেছনে আছে মেধা, অধ্যবসায় এবং নান্দনিক চিত্রনাট্য বাছাইয়ের সক্ষমতা। ২০২৫ সালের মাঝামাঝি দাঁড়িয়ে বলা যায়, তিনি এখন বাংলা বিনোদন জগতের অন্যতম আলোচিত নাম।